এদিন হাসপাতাল থেকে ছুটি পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রায় ১২ দিন চিকিৎসার পরে এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। ফলে চিকিৎসকরা আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে হসপিটাল সূত্রে জানা গিয়েছে।
ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছে গিয়েছে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে। তবে বাড়িতেও বাইপ্যাপ লাগানো থাকবে। রাইলস টিউবের মাধ্যমেই খাওয়ানো হবে। এ দিন সকালেই হাসপাতালে পৌঁছে গিয়েছিল তাঁর সাধের সাদা অ্যাম্বাস্যাডর। যদিও সেই গাড়িতে সওয়ার হননি কেউই। ফলে বুদ্ধবাবুর অ্যাম্বুল্যান্সের পিছনেই সেই গাড়ি ফেরে পাম অ্যাভিনিউয়ের ঠিকানায়।
বুদ্ধদেব ভট্টাচার্য আপাতত হোম কেয়ার সিস্টেমে থাকবেন। হাসপাতালের চিকিৎসকরা নিয়মিত তাঁকে দেখতে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে যাবেন। চিকিৎসকদের পাশাপাশি হাসপাতালের একজন নার্স তাঁর দেখাশোনা করবেন। দু-জন ফিজিওথেরাপিস্টও তাঁর জন্য থাকবেন। আপাতত রাইলস টিউব লাগানো থাকলেও খুব তাড়াতাড়ি তা খুলে ফেলা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ দিন হাসপাতাল থেকে ছুটি পেয়ে সবাইকে আশীর্বাদ করেন বুদ্ধবাবু।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন