ফের তৃণমূল-ISF সংঘর্ষ। 'হাতুড়ির আঘাতে' মাথা ফাটল শাসকদলের নেতার! চলল বোমাবাজিও। কেন? অভিযোগ-পাল্টা অভিযোগে ফের উত্তপ্ত ভাঙড়। স্থানীয় সূত্রের খবর, ভাঙড়ের ভোগালি ১ নম্বর পঞ্চায়েত এবার জিতেছে তৃণমূল। আগামিকাল, বুধবার বোর্ড গঠন। অভিযোগ, স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিজয়োৎসব করার জন্য ৩ লক্ষ দাবি করে ইজাজ খান নামে এক তৃণমূলকর্মী। শুধু তাই নয়, টাকা দিতে না চাওয়ার ওই ব্যবসায়ীকে নাকি বেধড়ক মারধরও করা হয়।
তৃণমূলের পাল্টা দাবি, ওই ব্যবসায়ী ISF কর্মী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন