বাজি কারখানা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। এ বার বাজি কারখানার বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করতে চাইছে নবান্ন। আর সেই কারণেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হল সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, বর্তমানে যে বাজি কারখানাগুলি চলছে সেই বাজি কারখানাগুলি সব নিয়মকানুন মেনে চলছে না কি, তা খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক আধিকারিকরা। সমস্ত নিয়ম মেনে চললেই তাদেরকে কাজ করার অনুমতি দেওয়া হবে। মুখ্যসচিবের নেতৃত্বে বাজি প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে আজ বৈঠক হয় নবান্নে। সেই বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
রাজ্য সরকারের যে কর্মক্ষেত্রগুলি রয়েছে সেখান থেকেও বাজি বিক্রি করা যায় নাকি সেটিও বাজি প্রস্তুতকারক সংস্থাগুলিকে ভেবে দেখতে বলা হয়েছে এদিনের বৈঠকে। উৎসব মরশুমের কথা ভেবে আপাতত জেলাশাসক পুলিশদের নির্দেশ দেওয়া হয়েছে এমন কোন ফাঁকা জায়গার ব্যবস্থা করতে যেখানে বাজি প্রস্তুতকারক সংস্থার বাজি বিক্রি করতে পারবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন