ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-এনসিআর-র একটা বড় অংশ। এর পাশাপাশি কাশ্মীরেও ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়েছে। অনুমান করা হচ্ছে, আফগানিস্তানের হিন্দুকুশ ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫।
এর পাশাপাশি, দুই দিন আগেই ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান-নিকোবর। এদিন ভোর ৪টে ১৭ মিনিটে কেঁপে ওঠে আন্দামান। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৪ .৩। একই সঙ্গে ভারতের উত্তরাখাণ্ডের পিথোরাগড়েও ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ২.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল।
মাত্র ক দিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের একাংশ। রিখটার স্কেলে এই কম্পণের মাত্রা ৬। চলতি বছরে এই দ্বীপপুঞ্জে এটি ছিল তৃতীয় ভূমিকম্প।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন