স্বাস্থ্য সাথী স্কিমের আওতায় চিকিৎসা ব্যবস্থায় আরও কড়া পদক্ষেপ নবান্নের। সরকারি হাসপাতালের চিকিৎসকরা, বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর অধীনে চিকিৎসা করতে হলে দিতে হবে এনওসি। সরকার থেকে আনা এনওসি দিতে হবে সরকারি হাসপাতালের চিকিৎসকদের। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে এমনই প্রস্তাব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রস্তাব অনুমোদন হলেই কার্যকর করবে স্বাস্থ্য দফতর।
সম্প্রতি একাধিক সরকারি হাসপাতালের চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সময় বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর অধীনে চিকিৎসা করেছেন। আন্দোলনের সময়ে সরকারি হাসপাতালের কতজন চিকিৎসক স্বাস্থ্য সাথীর অধীনে চিকিৎসা করেছেন, তার তথ্য উঠে এসেছে সামনে। তার জেরেই আরও কড়াকড়ি নিয়ম আনছে রাজ্য!
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন