জেলে থাকাকালীন বহু বার অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অতীতে হাসপাতালে ভর্তিও করানো হয় তাঁকে। কলকাতা হাই কোর্টে পার্থ জামিনের স্বপক্ষে অসুস্থতার কথা তুলে ধরে ছিলেন। জামিনের মামলা ঝুলে থাকলেও আদালত তাঁর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেয়। সেই মতো মঙ্গলবার জেলে গিয়ে পার্থের স্বাস্থ্যপরীক্ষা করেন চিকিৎসকেরা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন পার্থ। প্রেসিডেন্সি জেলে থাকাকালীন বেশ কয়েক বার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বিবিধ শারীরিক অসুবিধা রয়েছে তাঁর। আদালতে আইনজীবী মারফত একাধিক বার শারীরিক সমস্যার কথা জানিয়েছেন তিনি। পার্থের শরীর স্থূল। সেই সংক্রান্ত কিছু সমস্যাও তাঁর রয়েছে। তবে পার্থের পায়ের ব্যথা বহু দিনের। জেলবন্দি হওয়ার আগে থেকেই পায়ের সমস্যায় ভুগতেন তিনি। জেলে থাকাকালীন সেই সমস্যা আরও বেড়েছে বলে দাবি করেন পার্থের আইনজীবী। এর পাশাপাশি, কাঁধে ব্যথা, চর্মরোগ সংক্রান্ত সমস্যাও দেখা দিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন