অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জেরে গ্রেপ্তার হয়েছিলেন দুই মহিলা। পুলিশি হেফাজতে তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। এবার সেই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।। আর জি করের ঘটনার প্রতিবাদের জমায়েত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়। তার জন্য আর্থিক পুরস্কারের কথাও বলা বলা জয়। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি 'কলকাতা নিউজ ডট অনলাইন'। এই ঘটনার প্রেক্ষিতে দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। হেফাজতে তাঁদের উপর নির্যাতনের অভিযোগ ওঠে। যা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল একক এবং ডিভিশন বেঞ্চ। অন্যদিকে অভিযোগের তদন্তের জন্য দুই পুলিশ আধিকারিকের এসইটি (SET) গঠন করেছিল রাজ্য। এর পাশাপাশি হাই কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। সেই মামলায় শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্বল ভুয়ানের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল। পাশাপাশি রাজ্যের কাছে ৭ আইপিএস আধিকারিকের নামের তালিকা তলব করা হয়েছে। যাদের বাড়ি বাংলায় নয়। এবং তালিকার অন্তত ৫ জন মহিলা আধিকারিক হতে হবে। মামলার পরবর্তী শুনানি ১৮ তারিখ। ওইদিন সেই রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এবার ওই তালিকা থেকে নতুন করে এসইটি গঠন করে দেবে শীর্ষ আদালত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন