বহু আইনি জটিলতার পর ১১ নভেম্বর থেকে শুরু হল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং প্রক্রিয়া। এদিন মেধা তালিকার প্রথম দিকে থাকা বাংলা ও ইংরেজি বিষয়ের ৭০৭ জনকে কাউন্সেলিং-এর জন্য ডাকে কমিশন। এর মধ্যে বাংলায় শিক্ষকতা করার জন্য ৩৫০ জনকে এবং ইংরেজি বিষয়ে শিক্ষকতার জন্য ৩৫৭ জনকে ডাকা হয় বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। কিন্তু অনুপস্থিত ছিলেন ২০ শতাংশ চাকরিপ্রার্থী।
বাংলা বিষয়ে ৩৫০ জন প্রার্থীর মধ্যে অনুপস্থিত ৬৮ জন, ইংরেজি বিষয় ৩৫৭ জন প্রার্থীর মধ্যে অনুপস্থিত ৭৬ জন। মোট ৭০৭ চাকরিপ্রার্থীর মধ্যে ১৪৪ জন অনুপস্থিত ছিলেন। আবার কাউন্সেলিংয়ে এসেও নিয়োগপত্র নেননি তিন জন। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই নিয়োগ প্রক্রিয়ার জন্যই কি এই পরিসংখ্যান? উঠছে প্রশ্ন।
সোমবার ছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং-এর প্রথম দিন। বাকি দফা ১৮ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। পুজোর আগে প্রথম পর্বের তালিকায় ৮,৭৪৯ জনের নাম প্রকাশ করা হয়েছিল। এঁদের মধ্যে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল ৬৫৮ জনকে। যার মধ্যে অনুপস্থিত ছিলেন ১৪৭ জন এবং কাউন্সেলিংয়ে এসেও অনুমোদনপত্র নেননি দু’জন। উপস্থিত ছিলেন মোট ৫০৯ জন।
আইনি জটিলতার কারণে দীর্ঘদিন থমকে ছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ। ৩১ ডিসেম্বরের মধ্যে ১৪ হাজার ৫২ জনের উচ্চ প্রাথমিকের চাকরি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মতো কাউন্সেলিং করে চলেছে এসএসসি। সংশোধিত ভ্যাকেন্সির তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন