২৬ হাজারের চাকরি বাতিল মামলার শুনানি শেষের পরও তৎপরতা থামছে না। এবার সুপ্রিমে কোর্টে যাচ্ছে রাজ্যও। বুধবার কিছু নথি পেশ করতে চেয়েছিল এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন। তাদের পর এবার লিখিত যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য। ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করলে ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা। সেই যুক্তি সাজিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে রাজ্য। এ দিকে, মামলাকারীদের আইনজীবীদের দাবি, এটি আসলে মামলাকে দীর্ঘায়িত করার প্রক্রিয়া। কিন্তু এসএসসি ও রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে, সেদিন বলার সুযোগ পায়নি এসএসসি। সেই কারণে পৃথকভাবে লিখিত যুক্তি দিয়ে সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবে। এর পাশাপাশি রাজ্যও নিজের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সরকার পৃথকভাবে যুক্তি তৈরি করেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন