বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বাজেটের পর কার্যত সেই দামামা বেজে গিয়েছে। ছাব্বিশের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা কতটা রয়েছে? সেই প্রশ্নের জবাবে একা লড়াইয়ের কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে বিজেপিকে তোপ দেগে তাঁর মন্তব্য, "বলা ও করে দেখানোর মধ্যে অনেক পাথর্ক্য রয়েছে। বিজেপি বলতেই পারে ২৯৪ আসনের মধ্যে ২৯৪টিই জিতবে।" গতবছর লোকসভা নির্বাচনে বিরোধীরা ইন্ডিয়া জোট তৈরি করলেও রাজ্যে তৃণমূল একাই লড়েছিল। রাজ্যের শাসক দলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯। এছাড়াও বিধানসভার উপনির্বাচনগুলিতেও বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এই ফলাফলের পর তৃণমূল একাই লড়বে তা কার্যত স্পষ্ট ছিল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সেই কথাই বলেছেন অভিষেক। তৃণমূল ২০১১ সালের বিধানসভার জোটসঙ্গী কংগ্রেসকে নিয়ে আগামী বিধানসভা নির্বাচন লড়বে কি না, সেই প্রশ্নের উত্তরে তৃণমূলের সেনাপতি জানান, "দিদি তো বলেই দিয়েছেন। আমরা তো আগের নির্বাচনগুলো একাই লড়েছি। একা লড়ে আমরা ভালো ফল করেছি। আগামী নির্বাচনও একাই লড়ব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন