চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে গত দু'দিন ধরেই এসএসসি ভবন চত্বরে যাচ্ছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবারও গেছিলেন। কিন্তু এদিন কিছুটা অস্বস্তিতে পড়তে হল তাঁকে। কারণ এদিন আন্দোলনকারীদের পক্ষ থেকে তাঁকে দেওয়া হল 'গো-ব্যাক' স্লোগান। যদিও অভিজিৎ বাবু মনে করছেন, যারা তাঁর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তাঁরা আদতে চাকরিহারা নন। তাঁরা এসইউসি-সিপিএম পার্টির দালাল।
গত বুধবার এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিই জানান তিনি। এদিন রাজ্য সরকারকে ২ ঘণ্টার 'ডেডলাইন' দেন বিজেপি সাংসদ। বলেন, এই সময়ের মধ্যে যদি রাজ্য এসএসসি-কে এই বিষয়ে নির্দেশিকা না পাঠায়, তা হলে বোঝা যাবে চাকরি ফেরানোর ইচ্ছে নেই তাঁদের। পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে 'গো-ব্যাক' স্লোগান নিয়ে ক্ষোভ উগড়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সিপিএম-কে নিশানা করে তাঁর বক্তব্য, "এই আন্দোলনের দখলদারি নিতে চায় তাঁরা। মনে করে সব আন্দোলন তাঁরাই করবে। আরজি আন্দোলনেও যখন গেছিলাম তখনও আমাকে গো-ব্যাক বলা হয়েছিল। এখানেও কিছু দালাল হাজির হয়েছে। আমার মনে হয় না তাঁরা প্রকৃত শিক্ষক। শুধু দালালি করতে হাজির হয়েছে।" বিজেপি সাংসদ আরও বলেন, এইসব স্লোগান দিয়ে কোনও লাভ নেই। তিনি রাত ১২টা পর্যন্ত থাকতে পারেন। কে কত স্লোগান দেবে তিনি দেখবেন। তাঁদের স্লোগানে কিছু আসে যায়-না, তাঁরা কেউ নন এই আন্দোলনের। অভিজিতের কথায়, 'এদেরকে আমি পিঁপড়ের চেয়ে বেশি গুরুত্ব দিই না।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন