যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক— সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে এমন দাবিই তুলে আসছেন প্রায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী। সেই দাবি নিয়েই তাঁরা শুক্রবার দেখা করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। সেখানে শিক্ষা দফতরের আশ্বাস, যোগ্য-অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছে এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)। আইনি পরামর্শ নেওয়ার পরে তা প্রকাশ করা হবে। এই আশ্বাসেই কিছুটা স্বস্তিতে চাকরিহারারা। তাঁদের দাবির সঙ্গে মৌলিক কোনও বিরোধ নেই বলে জানিয়ে দিয়েছেন ব্রাত্যও। তার পরেও কসবাকাণ্ডের কাঁটা রয়ে যাচ্ছে।
শুক্রবার আবারও সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশ কসবাকাণ্ড নিয়ে নতুন তত্ত্ব তুলে ধরেছে। এর আগে 'বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ' কেন করতে হয়েছিল, সেই ব্যাখ্যা দিয়েছিল কলকাতা পুলিশ। এ বার তারা জানাল, শিক্ষকদের ওই কর্মসূচিতে ছিলেন 'বহিরাগতেরা'ও। খোদ কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও নেমে পড়েন ব্যাট হাতে। তিনি জানান, শিক্ষকেরা সেখানে অশান্তি করবেন, হিংসাত্মক হয়ে পড়বেন, এটা তাঁরা আশা করেননি। যদিও তিনি ফের মেনে নেন, বিক্ষোভকারী শিক্ষককে লাথি মারা ঠিক হয়নি। শিক্ষককে লাথি মারায় অভিযুক্ত সেই সাব ইনস্পেক্টর (এসআই) রিটন দাসকে কসবকাণ্ডের তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন