এবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে তাঁদের রাজ্যে বসবাসকারী পাকিস্তানিদের দ্রুত চিহ্নিত করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানিদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। ভারতে বসবাসকারী সব পাকিস্তানিদের যাতে খুঁজে বের করা যায়, সেই উদ্দেশ্যেই প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীদের এমন বার্তা দিয়েছেন শাহ। সূত্রের খবর, ইতিমধ্যেই ভারতে বসবাসকারী সব পাকিস্তানির ভিসা বাতিল করেছে ভারতের বিদেশমন্ত্রক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত ভারতে বসবাসকারী পাকিস্তানিদের ভিসা বৈধ থাকবে। যাঁরা চিকিৎসা করানোর জন্য ভারতে রয়েছেন, সেই সমস্ত পাকিস্তানিদের আরও ৪৮ ঘণ্টা অতিরিক্ত সময় দেওয়া হবে।
ভারত দাবি করেছে, পহেলগাঁও হামলার পিছনে যে পাকিস্তানের যোগ রয়েছে, সেই প্রমাণ পাওয়া গিয়েছে। এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি আমেরিকা, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্যের মতো দেশের কূটনীতিকদের পাক যোগের প্রমাণও দেখিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন