পরে মামলা যায় সুপ্রিম কোর্টে। সম্প্রতি সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। এবার হাইকোর্টে আর্জি, সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতে দিতে হবে। শুক্রবার বিচারপতি বসুর বেঞ্চে রাজ্য জানায়, সুপার নিউমেরারি পোস্ট নিয়ে মামলায় অন্তর্বতী স্থগিতাদেশ থাকায় নিয়োগ সম্ভব নয়। রাজ্যের তরফে দাবি করা হয়, ২০২৩-এর ১৮ এপ্রিল হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তা প্রত্যাহার করা হলে রাজ্য এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চান, সুপ্রিম কোর্টে রাজ্যের কী বক্তব্য ছিল। বিচারপতি আরও প্রশ্ন করেন, আপনারা কি আজ এই মুহূর্তে চাকরি দিতে প্রস্তুত? এরপর বিচারপতি বলেন, "কোনও মৌখিক আর্জি নয়। আপনারা আবেদন করুন। আমি এটা নিয়ে সিদ্ধান্ত নেব। শুধু জানতে চাইছি শীর্ষ আদালত কী কী ক্ষেত্রে বাধা দিয়েছে।"
মূল মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, সিবিআই তদন্তে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যের কী বক্তব্য? সেটাও জানতে চান বিচারপতি। রাজ্য বলে, 'আমরা হলফনামা জমা দিতে চাই।' আগামী ৬ মে মামলার পরবর্তী শুনানি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন