প্রায় ২৬ হাজার চাকরি-বাতিলের জেরেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রশাসনিক বদলি স্থগিত করল রাজ্য সরকার। প্রশাসনিক স্তরে বদলি প্রত্যাহার করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা প্রত্যাহারের কথা স্কুল সার্ভিস কমিশনকে জানানো হয়েছে। ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক রাখার জন্য এই বদলি চালু হয় ২০২৩-এ। ২০২৩ সালের সেই অর্ডারই প্রত্যাহার করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। শিক্ষকদের বদলি নিয়ে নতুন করে আইনি জটিলতাও চায় না রাজ্য। তাই আপাতত স্থিতাবস্থায় না ফেরা পর্যন্ত কোনও বদলি হবে না বলেই জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, চাকরিহারা শিক্ষকদের দাবি মেনে নিয়ে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। চাকরিহারা শিক্ষকদের বেতন দেওয়া হবে কি না, সে বিষয়েও আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন