ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ-সহ যেসব জায়গায় পরিস্থিতি অগ্নিগর্ভ, সেখানে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। শনিবার হাইকোর্টের বিশেষ বেঞ্চ এমন নির্দেশ দিল। আপাতত শুধু মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল হাইকোর্ট। তবে রাজ্যের অন্য জায়গায় অশান্তি হলে সেখানেও কেন্দ্রীয় বাহিনী যাবে। কেন্দ্রীয় বাহিনীকে সাহায্যের জন্য রাজ্যকে নির্দেশ দিল হাইকোর্ট। ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ-সহ বিভিন্ন এলাকা উত্তপ্ত। সরকারি সম্পত্তি ভাঙচুর ও আগুন ধরানো হয়। এমনকি সুতির সুজার মোড়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ চার রাউন্ড গুলি চালায় বলে জানান এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম। রাজ্যের আবেদন মেনে কয়েক কোম্পানি বিএসএফও মোতায়েন করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন