যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সোমবার থেকে ধরনায় চাকরিহারাদের একটা বড় অংশ। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক থেকে আন্দোলনকারীদের কাজে ফেরার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বললেন, "এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয়।" তিনি স্পষ্টভাবে বললেন, "আইনি পথেই যা করার করা হবে।"
শিক্ষকদের উদ্দেশে ব্রাত্যের বার্তা, "আমরা আইনি পরামর্শ নিয়ে প্রতিটি ধাপ এগোচ্ছি। আমাদের কাজ আমাদের করতে দিন। আপনারা গিয়ে আপনাদের কাজ করুন।" শিক্ষামন্ত্রী বলেন, "আমরা রিভিউ পিটিশন করছি। তাই এমন কোনও কিছু করা উচিত নয় যাতে আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয় কিংবা আপনাদের বা আমাদের আদালত অবমাননা না হয়, তা আপনাদের বজায় রাখতে অনুরোধ করছি। কতজন কাজে ফিরতে পারবেন, সেই তালিকা আমরা দ্রুত দেব, সেই তালিকা ১৭ হাজারের বেশিও হতে পারে, চাইলে আবার বৈঠকে বসব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন