মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে বেশকিছু নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা করেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই উদ্বোধন করেন গোয়ালতোড়ে ১০৫ মেগাওয়াটের একটি সৌর-বিদ্যুৎ প্রকল্প। এদিনের প্রশাসনিক সভা থেকে মোট ২১২টি প্রকল্পের শিলন্যাস এবং ১১০টি প্রকল্পের উদ্বোধন করেন।
এদিনের সভায় প্রথম ভাষণ দেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। এরপরেই জেলার মানুষদের হাতে সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেন মুখ্যমন্ত্রী। এরপরেই পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলন্যাস করেন মমতা। গোয়ালতোড়ে পূর্ব ভারতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ১০৫ মেগাওয়াটের এই বিদ্যুৎ প্রকল্পের ব্যয় ৭৫০ কোটি টাকা। এছাড়াও, ৩৩.৮৫ কোটি খরচে মেদিনীপুরে জল সংশোধনাগার, ঘাটাল ও খড়্গপুরে জলের প্রকল্পের জন্য ১৯৪ কোটি, ৭৭ কোটি টাকা ব্যয়ে ক্ষীরপাই-রামজীবনপুর রাস্তা, পুরুলিয়া সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং বক্রেশ্বরে ২০০ মেগাওয়াট ভাসমান সোলার প্ল্যান্ট তৈরির কথা ঘোষণা করেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, যত বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন হবে, তত বিদ্যুতের দাম কমবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন