নিহতের স্ত্রী তাঁর পা ধরে কান্নায় ভেঙে পড়েছেন। আবার আক্রান্তরা তাঁর কাছে গোটা ঘটনার বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেছেন। শনিবার মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা পরিদর্শনের পর রাজ্যপাল সিভি আনন্দ বোস বললেন,"পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কিন্তু, মানুষের আতঙ্ক কাটেনি।" একইসঙ্গে তিনি বললেন, বর্বরোচিত হামলা হয়েছে।
আর এদিন মুর্শিদাবাদের হিংসা কবলিত একাধিক এলাকা পরিদর্শন করেন তিনি। জাফরাবাদে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বোস। নিহত বৃদ্ধের স্ত্রী রাজ্যপালের পা ধরে কান্নায় ভেঙে পড়েন। বেতবোনাও যান তিনি। সেখানে রাজ্যপালের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় আক্রান্তদের।
আক্রান্তদের সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল। সেখানে তিনি বলেন, "মানুষের জীবন রক্ষা করা সাংবিধানিক দায়িত্ব। রাজ্যপাল হিসেবে কর্তব্য পালন করব। আমি জনগণের জন্য, জনগণের সঙ্গে রয়েছি। রাজ্যপাল হিসেবে সেই শপথ নিয়েছি। আমি বাংলার মানুষের সঙ্গে রয়েছি।" এর পরে তিনি বলেন, "জনগণের কী দরকার আর জনগণ কী চায়, এই দুটোর পার্থক্য বুঝতে পারছি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন