সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি-র অশিক্ষক কর্মীদের জন্য মাসিক ভাতার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন না পর্যন্ত রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করছে এবং সেই আবেদনের ফয়সালা হচ্ছে, ততদিন এই ভাতা দেবে রাজ্য সরকারের শ্রম দফতর।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চাকরিহারা গ্রুপ সি-র কর্মীদের মাসিক ২৫ হাজার এবং গ্রুপ ডি-র কর্মীদের মাসিক ২০ হাজার টাকা করে ভাতা দিতে চায় রাজ্য। এ দিন নবান্নে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সেই বৈঠকের মাঝেই ফোনে চাকরিহারাদের এই প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রস্তাব মেনে নিলেও চাকরিহারা শিক্ষাকর্মীদের প্রতিনিধিরা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি ক্ষেত্রেই ভাতার পরিমাণ ৫ হাজার টাকা করে বাড়ানোর অনুরোধ করেন। যদিও সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে কিছু জানাননি মুখ্যমন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন