বুধবার বিকেলের আবহাওয়ার খবর জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতর। কী বললেন তিনি? বললেন, গরম থাকবে চরমে,এর সঙ্গে থাকবে ঘোরতর অস্বস্তি। উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং-সহ পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
গরম চরমে থাকবে, সঙ্গে থাকবে অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমের চার-পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলায় গরম ও অস্বস্তি। রবিবার থেকে মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা। আজ পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বীরভূম মুর্শিদাবাদ, এই সাত জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম চরমে উঠবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন