পহেলগাঁওয়ে হামলায় জড়িতরা রেহাই পাবে না। দ্রুত তাদের কড়া জবাব দেবে ভারত। এই ধরনের হামলা চালিয়ে ভারতকে ভয় দেখানোও যাবে না। দিল্লির একটি অনুষ্ঠানে বুধবার এ কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, "দেশবাসীকে আমি আশ্বস্ত করছি, অপরাধীদের বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নেবে। যারা এই হামলা করছে শুধু তাদের চিহ্নিত করলেই আমাদের কাজ শেষ হবে না। পর্দার নেপথ্যে থেকে সন্ত্রাসের মদতদাতাদেরও রেয়াত করা হবে না।"
জঙ্গি হামলার পর গোটা দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টই বলেন, "ভারতের মতো বড় এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশকে এই ধরনের জঙ্গি কার্যকলাপ করে ভয় দেখানে যায় না। যারা এমন কাণ্ড ঘটিয়েছে তারা খুব দ্রুত জবাব পাবে। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, সন্ত্রাসবাদের সঙ্গে কোনওরকম আপস ভারত কোনওদিন করেনি আর আগামিদিনেও করবে না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন