জঙ্গিদের ছাড়া হবে না। পহেলগাঁওয়ে আচমকা পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার পরই কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ফোনে কথাও বলেন। এবার সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরলেন তিনি। বুধবার ভোরেই জেড্ডা থেকে ভারতের উদ্দেশে রওনা দেন। সকালে দিল্লি বিমানবন্দরে নামেন তিনি। সূত্রের খবর, এদিনই মন্ত্রিসভার বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী। ২ দিনের সফরে সৌদি আরব গিয়েছিলেন প্রধানমন্ত্রী। গতকাল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর পেয়েই অমিত শাহকে ফোন করেন। পরিস্থিতি খতিয়ে দেখতে শাহকে কাশ্মীর যাওয়ার বার্তাও দেন। প্রধানমন্ত্রীর ফোন পেয়েই উচ্চপর্যায়ের বৈঠক করেন শাহ। তারপরই শ্রীনগর রওনা দেন।
গতকাল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর এই ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন মারা গিয়েছেন। পর্যটকদের উপর হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে এক জঙ্গি গোষ্ঠী। হামলার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, জঙ্গিদের কোনওভাবেই ছাড়া হবে না। বুধবার রাতে তাঁর সৌদি আরব থেকে ফেরার কথা ছিল। কিন্তু, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর পাওয়ার পরই সফর কাটছাঁট করার সিদ্ধান্ত নেন তিনি। বুধবার ভোরেই জেড্ডা থেকে রওনা দেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন