হাইকোর্টে সাময়িক স্বস্তিতে SSC এবং পর্ষদ। এখনই ২২ লাখ OMR প্রকাশ করতে হচ্ছে না। এর সঙ্গে বেতন ফেরতের ইস্যু ঝুলে রইল হাইকোর্টে। আইনি প্রশ্নে ঝুলে রইল হাইকোর্টে মামলা। আদালত অবমাননার মামলার শুনানি কোন আদালতে হবে। হাইকোর্ট না সুপ্রিম কোর্টে?এই আইনি প্রশ্নের নিষ্পত্তি আগে চায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ওএমআর জমা দিচ্ছে না কমিশন। তা নিয়েই আচার্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকশিক্ষিকারা। এ বিষয়ে কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে অবমাননার মামলা করেন বৈশাখী ভট্টাচার্য, নসরিন খাতুন, লক্ষ্মী তুঙ্গা। সেই মামলার প্রেক্ষিতেও ছিল এই শুনানি। OMR প্রকাশের মতো নির্দেশ অমান্যকর মামলা সুপ্রিম কোর্ট শুনতে পারে। হাইকোর্ট নয়। তাই মামলা আদালতে গ্রাহ্য না হওয়ায় কোনও অবস্থান জানানোর সুযোগ নেই হাইকোর্টে। সওয়াল এসএসসি আইনজীবী সপ্তাংশু বোসে-র।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন