বাংলার রাজনীতির বর্ণময় চরিত্র রেজ্জাক মোল্লা প্রয়াত। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মিলন বাজারের কাছে বাঁকড়া গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮০। পরিবার সূত্রে খবর, পৈতৃক ভিটেতে তাঁর দেহ সমাধিস্থ করা হবে। গত চার-পাঁচ বছর ধরে ওই বাড়িতেই থাকছিলেন তিনি। ভাঙড়ের বাকড়ি গ্রামে নিজের বাড়িতেই শুক্রবার সকালে জীবনাবসান হয় তাঁর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন রেজ্জাক মোল্লার। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকেও দূরেই ছিলেন তিনি। অবশেষে শেষ নিশ্বাস ত্যাগ করলেন নিজেকে 'চাষার ব্যাটা' বলা রেজ্জাক মোল্লার। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন