সম্প্রতি ২০১৬সালের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় একাধিক প্রার্থী অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন। তবে এবার অযোগ্য তালিকার বাইরে থাকা প্রার্থীদের নাম-সহ বিশদ তালিকা রাজ্যের স্কুল শিক্ষা দফতরকে পাঠিয়ে দিল এসএসসি। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, আজই ই-মেলের মাধ্যমে এই তালিকা পাঠানো হয়েছে। সূত্রের খবর, এতদিন পর্যন্ত শুধুমাত্র অযোগ্যদের তালিকাই এসএসসির হাতে ছিল। তবে এবার কারা কারা অযোগ্য নন বা যাঁদের নাম অযোগ্য তালিকায় নেই, সেই নিয়ে নতুন করে একটি আলাদা তালিকা তৈরি করেছে এসএসসি। সেই তালিকায় নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ 'সি' ও গ্রুপ 'ডি'—এই চারটি বিভাগেই অযোগ্য তালিকার বাইরে থাকা প্রার্থীদের নাম, স্কুলের নাম-সহ যাবতীয় তথ্য রয়েছে। স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, এই তালিকা হাতে পাওয়ার পর দফতর নিজেদের মতো করে আরও যাচাই-বাছাই করবে এবং প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এসএসসি সূত্রে আরও জানা যাচ্ছে, শুধুমাত্র অযোগ্যদের তালিকা তৈরি করে থেমে থাকেনি তারা। বরং, যারা সেই তালিকায় নেই অথচ নিয়োগে যুক্ত, তাদের নিয়েও পৃথকভাবে তথ্য সংগ্রহ করে নতুন তালিকা তৈরি করে পাঠানো হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন