স্থগিত ‘বঞ্চিত চাকরিপ্রার্থী’দের নবান্ন অভিযান। আগামী সোমবার ‘বঞ্চিত চাকরিপ্রার্থী’দের বেশ কয়েকটি সংগঠন মিলে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। তার দু’দিন আগে এই অভিযান শনিবাস্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন ঐক্যমঞ্চের নেতা আশিস খামরুই। ঐক্যমঞ্চের তরফে ইতিমধ্যে পুলিশকে চিঠি দিয়ে নবান্ন অভিযান স্থগিতের কথা জানানো হয়েছে। ঐক্যমঞ্চ সূত্রে খবর, শুক্রবার ভবানী ভবন, লালবাজার এবং হাওড়া পুলিশ কমিশনারেটের শীর্ষকর্তাদের সঙ্গে মঞ্চের নেতাদের বৈঠক হয়। সেই বৈঠকে পুলিশের শীর্ষকর্তারা মঞ্চের নেতাদের আশ্বাস দেন, তাঁদের দাবিদাওয়ার ব্যাপারে সরকারকে জানানো হবে। কথা বলা হবে মুখ্যসচিবের সঙ্গে। যত দ্রুত সম্ভব যাতে তাঁদের সমস্যার সমাধান হয়, তাঁরা সেই চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন পুলিশকর্তারা। এর পরেই নবান্ন অভিযান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। মঞ্চের আহ্বায়ক আশিস বলেন, "পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বার বার বৈঠক হয়েছে। আমাদেরকে এখন নবান্ন অভিযান না করার অনুরোধ করা হয়েছিল। আমাদের বলা হয়েছে যে, আমাদের দাবি বিবেচনা করা হবে। সেই জন্য সময় চাওয়া হয়েছে। তা ছাড়া নানা জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে। রাজ্যপাল সেখানে যাচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশকেও হিমশিম খেতে হচ্ছে। এ সব ভেবে আমরা নবান্ন অভিযান স্থগিত করলাম।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন