এবার মুর্শিদাবাদে ত্রাণের সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শর্তসাপেক্ষ অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির নির্দেশ, ত্রাণ নিয়ে তিন জনের টিম যাবে উপদ্রুত এলাকাগুলিতে। গোটা বিষয়টি আগেই জেলাশাসককে জানাতে হবে। কোনও ঘৃণ্য বক্তব্য রাখা যাবে না ত্রাণ দেওয়ার সময়।
উল্লেখ্য, মুর্শিদাবাদে অশান্তির জেরে বর্তমানে বহু মানুষ এখনও ঘরছাড়া। বেশকিছু দোকানপাঠ পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। গৃহহীনদের অনেকেই আশ্রয় নিয়েছেন স্থানীয় স্কুলগুলিতে। এই সকল দুঃস্থদের ত্রাণ দিতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল 'খোলা হাওয়া' নামে একটি সংগঠন। তাদের অভিযোগ, এই ত্রাণ নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। সেই মামলারই শুনানি ছিল এ দিন আদালতে। কোর্টের নির্দেশ, শনিবার থেকে ত্রাণ বণ্টন করতে পারবেন তারা। মামলার পরবর্তী শুনানি ৫ মে।
বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন, 'সরকারের বাইরে কেউ যদি অতিরিক্ত ত্রাণ দিতে চায় আপনাদের আপত্তি কোথায়? কিসের আইন শৃঙ্খলার সমস্যা? কেন্দ্রীয় বাহিনী তো আছে সেখানে!' মামলাকারীর আইনজীবী বলেন, "শিশুদের খাবার, ত্রিপল, ইত্যাদি দেওয়া হবে। জেলা শাসক অনুমতি দেননি। ডিজি বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে তারপরেও কেন দেওয়া হচ্ছে না?"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন