সপ্তাহান্তে যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সে কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে শুক্রবার দুপুরেই যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে জারি করতে হল কমলা সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১০ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এদিন সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের একাধিক জেলায়। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছে। যে কোনও সময় ঝেঁপে আসবে বৃষ্টি। আগামী ২-৩ ঘণ্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে।
শুক্রবার দুপুরে কলকাতা, হাওড়া, হুগলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানে জারি হয়েছে লাল সতর্কতা। আগামী রবিবার পর্যন্ত আরও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। হুগলি, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া, আগামিকাল শনিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে গরম বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন