দিলীপ ঘোষ ইস্যুতে তৈরি হওয়া পরিস্থিতিতে এই প্রথম বার বৈঠকে বসছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার সল্টলেকে বিজেপি দফতরে ডাকা হয়েছে এই বৈঠক। বৈঠকে বিজেপির রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল, অমিত মালব্য ছাড়াও থাকছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর পাশাপাশি ডাকা হয়েছে অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় সহ সাধারণ সম্পাদকদের। পরিচিত ছক ভেঙে ডাকা হচ্ছে দলের সিনিয়র নেতৃত্বকেও। যদিও ডাক পাননি দিলীপ ঘোষ। দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের যাওয়া ও বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া বিতর্কিত পরিস্থিতিতে এই প্রথমবার বৈঠকে বসছেন রাজ্য নেতারা। সাংগঠনিক বিষয়ের পাশাপাশি নিশ্চিত ভাবে দিলীপ ঘোষ ইস্যু বৈঠকে উঠবে বলেই ওয়াকিবহাল মহলের খবর। প্রসঙ্গত, দিলীপ ঘোষকে ঘিরে বিজেপির অন্দরে গৃহযুদ্ধ চলছে। নানান বিজেপি নেতার সঙ্গে রীতিমতো সংঘাতে জড়াচ্ছেন দিলীপ ঘোষ। বিজেপির বহু নেতার মুখোশ খোলার হুঁশিয়ারিও দিয়েছেন দিলীপ ঘোষ। কে পাথরে মূর্তি বিক্রি করে, কে বালির খাদান খোঁড়ে, সব তাঁর জানা বলে দাবিও করেন দিলীপ ঘোষ। এবার সেই সব তথ্য নিয়ে মুখ খুলবেন বলেও জানিয়ে রাখলেন তিনি। একইসঙ্গে খোঁচা, অর্জুন সিংয়ের সঙ্গে কয়লা মাফিয়া লালার যোগ রয়েছে। ওখান (তৃণমূল) থেকে যারা এসেছে তারা ব্য়াগেজ নিয়ে এসেছে। সবমিলিয়ে তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের একহাত নিয়েছেন দিলীপ ঘোষ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন