মুর্শিদাবাদের অশান্তির পর প্রায় এক মাস কেটে গিয়েছে। ইতিমধ্যে ঘরে ফেরানো হচ্ছে গ্রামবাসীদের। সোমবার সেই জেলাতেই পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এ দিন মুর্শিদাবাদ সফরে এসে বিধায়কদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সামনের বছরই নির্বাচন। তার আগেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে সব রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই মুর্শিদাবাদের অশান্তির ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে সোমবার সেখানে গিয়ে বিধায়কদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, সামনে নির্বাচন আছে। ঘরে বসে থাকলে হবে না। মানুষের পাশে থাকতে হবে। আরও সক্রিয় হতে হবে দলের কর্মীদের। দলীয় কর্মীদের পাশাপাশি প্রশাসনকেও আরও সক্রিয় হওয়ার নির্দেশ। সাধারণ মানুষ যেন পুলিশের উপর আস্থা না হারায়, প্রশাসনে উপর আস্থা না হারায়, সেই বিষয় নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুর্শিদাবাদ যাওয়ার আগে জানিয়ে দেন যে এতদিন কেন তিনি এলাকা পরিদর্শনে যাননি। মমতা বলেছেন, "মুর্শিদাবাদে আমি আগেও যেতে পারতাম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই যাওয়া উচিত। অনেকদিন আগেই এখানে শান্তি ফিরে এসেছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন