জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা গোটা বঙ্গে। তবে গতকাল (সোমবার) পূর্বাভাস মতো বৃষ্টিও হয়েছে কয়েক'টি জেলায়। আবার দিনের শুরুর দিকে মাথার ঘাম মাটিতে পড়েছে। তবে এরই মাঝে সুখবর শোনাল মৌসম ভবন। জানিয়ে দিল আজ (মঙ্গল)-ই বর্ষা প্রবেশ করছে ! আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে।
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে আজই, এমনটাই মৌসম ভবনের পূর্বাভাস। স্বাভাবিকভাবে নিকোবর দ্বীপপুঞ্জে ১৮-২১ মে এবং আন্দামান দ্বীপপুঞ্জে ২২ মে বর্ষা প্রবেশ করে। ফলে স্বাভাবিকের থেকে ৯ দিন আগে আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকতে চলেছে । অপরদিকে, ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্দিষ্ট সময়ের আগে ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী পরশু (বৃহস্পতিবার) পর্যন্ত গরম এবং অস্বস্তি বজায় থাকবে। এই ক'দিন বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন