'অপারেশন সিঁদুর' শেষে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এবার কোনদিকে এগোবে তার ইঙ্গিত দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না। তাঁর কথায়, 'সন্ত্রাস-বাণিজ্য, সন্ত্রাস-আলোচনা যেমন কখনও একসঙ্গে হয় না তেমনই রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না'।
পহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি স্থগিত রাখে ভারত। তারপরেই পাকিস্তানের তরফে জানানো হয়, জল যদি ভারতের তরফে বন্ধ করে দেওয়া হয় তাহলে সেটাকে যুদ্ধ হিসেবে দেখা হবে। কিন্তু ভারত পিছপা হয়নি। গত ৬ মে এবং ৭ মে অপারেশন সিঁদুরের মাধ্যমে শত্রু দেশের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা।
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, 'পাকিস্তানে সন্ত্রাসবাদ পুরোটাই স্টেট স্পনসরড। সাধারণ মানুষকে বাঁচাতে দেশ যে কোনও সিদ্ধান্ত নেবে। যুদ্ধে আমরা বারবার পাকিস্তানকে পর্যদুস্ত করেছি। অপারেশন সিঁদুর তাতে নতুন পালক'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন