এসএসি-র ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আগামী ৩১ মে-র মধ্যে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘোষণা করেছেন। তারই মাঝে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এসএসসি-র চাকরিহারা অযোগ্যরা। বেতন বন্ধ হওয়া-সহ একাধিক দাবিতে হস্তক্ষেপের আবেদন করেন তাঁরা। তবে, মামলা গ্রহণ করলেন না বিচারপতি।
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন চাকরিহারা অযোগ্যরা। যেখানে আবেদনকারী চাকরিহারা শিক্ষকদের আইনজীবীর বক্তব্য ছিল, "সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁরা স্কুলে ঢুকতে পারছেন না। নতুন যে পরীক্ষা নেওয়া হবে, সেখানেও অংশগ্রহণ করতে পারবেন না। এই পরিস্থিতিতে আদালত হস্তক্ষেপ করুক।"
কিন্তু, সেই আবেদন গ্রহণ করেননি বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। তাঁর মন্তব্য, "এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। এর পাশাপাশি, বিষয়টি এখনও শীর্ষ আদালতে বিচারাধীন। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চ এতে হস্তক্ষেপ করবে না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন