সাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল এই নিম্নচাপ। ধীর গতিতে ক্রমেই উত্তরদিকে এগিয়ে আসছে এটি। গতকাল মধ্যরাতেই নিম্নচাপটি সুস্পষ্ট হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা বাংলায়। ৩১ মে, শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, আজ, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদে। বাকি সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার বীরভূম ও মুর্শিদাবাদে শুধুমাত্র ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন