এবার একাদশ শ্রেণির পরীক্ষা সংক্রান্ত ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রত্যেক সেমিস্টার পিছু ৭০ টাকা করে দিতে হবে পরীক্ষার্থীদের। সাপ্লিমেন্টারি থাকলেও তার জন্য দিতে হবে ৭০ টাকা। এই নিয়ম চালু হবার ফলে অতিরিক্ত টাকা নিতে পারবে না স্কুলগুলি। স্পষ্ট জানিয়ে দিল সংসদ।
সূত্রের খবর, এই টাকা শুধুমাত্র পরীক্ষাখাতেই খরচ করতে পারবে স্কুলগুলি, তার বাইরে নয়। ২০২২ সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশের পরীক্ষা নিত। তারপর থেকে এই পরীক্ষা নেয় স্কুলগুলি। সূত্রের খবর, বেশ কিছু স্কুল পরীক্ষা ফি বলে কিছু নিত না। আবার অনেক স্কুল এই বাবদ ২০০ বা তার অধিক টাকা ধার্য করত। ছাত্র-ছাত্রী ও স্কুলগুলির সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষা বাবদ ফি নির্ধারণ করে দিল শিক্ষা সংসদ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন