বর্ষার শুরু থেকেই মনোরম আবহাওয়া গোটা রাজ্যে। টানা বৃষ্টির জেরে কিছুটা কমল পারদ। গলদঘর্ম দশা থেকে মিলল স্বস্তি। আষাঢর প্রথম সপ্তাহে বৃষ্টির দাপট কমছে না। একটানা বৃষ্টিতে ভোগান্তির আশঙ্কা রয়েছে জেলায় জেলায়। ইতিমধ্যে জারি সতর্কতাও।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গ জুড়ে একটানা ঝড়বৃষ্টির জেরেই তাপমাত্রার পারদ হু হু করে নেমেছে। সপ্তাহান্তে আর তাপমাত্রার পারদ চড়ার সম্ভাবনা নেই।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এবং ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে। বাকি জেলাগুলিতেও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন