বলিউডের সবচেয়ে আবেগী সঙ্গীতশিল্পী হলেন অরিজিত্ সিং। তিনি সবসময় লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তবে আবারও তিনি খবরের শিরোনামে। সম্প্রতি জানা গিয়েছে যে, তিনি দুই ঘণ্টার কনসার্ট পারফরম্যান্সের জন্য পারিশ্রমিক নেন ১৪ কোটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে, এই দাবি করেছেন সঙ্গীতশিল্পী রাহুল বৈদ্য। রাহুল বৈদ্য অরিজিতের সঙ্গীত প্রতিভা এবং তাঁর মাটির কাছাকাছি থাকার এই স্বভাবের প্রশংসা করেছেন বলে জানা গিয়েছে। অরিজিত্ সিংয়ের এই পারফরম্যান্স ফি তাঁকে শুধু ভারতীয় শিল্পীদের মধ্যেই নয়, বরং বিশ্বের অন্যতম দামি সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, তিনি এত বিশাল সাফল্যের মধ্যেও অত্যন্ত গোপনীয় এবং সাধারণ জীবনযাপন করেন। অরিজিত্ সিংয়ের আনুমানিক মোট সম্পত্তি ৪১৪ কোটি, এবং তিনি নাভি মুম্বইতে ৮ কোটির একটি বিলাসবহুল বাড়ির মালিক। তাঁর গাড়ির সংগ্রহের মূল্য ৩.৪ কোটি, যার মধ্যে একটি রেঞ্জ রোভার এবং একটি মার্সিডিজ রয়েছে। কোকা-কোলা এবং স্যামসাংসহ বিশ্বের ২ শীর্ষ ব্র্যান্ডের বিজ্ঞাপনেরও মুখ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন