মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়াফলা।আর তার জেরে রাজ্যজুড়েই ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ, বুধবার ও আগামী কাল বৃহস্পতিবার দু-দিন ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় এদিন দিনভর ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নামবে বলে খবর। সপ্তাহজুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অতি ভারী ও প্রবল বৃষ্টির সতর্কতা বেশ কয়েকটি জেলায়। এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূমে কিছু কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে। বৃহস্পতিবারও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। জোড়া ফলার জন্য উত্তাল রয়েছে সমুদ্র। আগামী কাল, বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন