'নতুন' বাংলাদেশের টাকা থেকে সরেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। রবিবার বাংলাদেশ রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই নোট আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। নতুন টাকায় বঙ্গবন্ধুর বদলে রয়েছে হিন্দু ও বৌদ্ধ মন্দির, প্রয়াত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের ভাস্কর্য এবং জাতীয় শহিদ সৌধ। আর এখানেই প্রশ্ন উঠছে, নতুন নোটে হিন্দু ও বৌদ্ধ মন্দিরের ছবি দিয়ে কী বার্তা দিতে চাইছে ইউনুস সরকার? হাসিনা সরকারের পতনের পর থেকে হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার লাগামছাড়া হারে বৃদ্ধি পেয়েছে! চাপের মুখে পড়ে এই ঘটনাগুলো থেকে নজর ঘোরাতেই কি এমন সিদ্ধান্ত?
গত বছরের আগস্ট মাসে হাসিনা গদিচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকেই টাকার উপর থেকে মুজিবের ছবি মুছে ফেলার দাবি তোলা হচ্ছিল। গত অক্টোবর মাসেই মুজিবের সরিয়ে নতুন নোট ছাপানোর উদ্যোগ নেয় ইউনুস সরকার। এবার তারই বাস্তবায়ন হয়েছে। চলতি বছর থেকেই বাংলাদেশ ব্যাঙ্ক নতুন ছাপার প্রক্রিয়া শুরু করে। গতকাল ২০, ৫০ ও ১০০০ টাকা প্রকাশ্যে আনা হয়। ২০ টাকার নোটে রয়েছে হিন্দু মন্দিরের ছবি, ৫০ টাকায় মুসলিম স্থাপত্য ও ১০০০ টাকার নোটে রয়েছে বৌদ্ধ মন্দিরের ছবি। ধাপে ধাপে পরবর্তী নোটগুলির ডিজাইনও বদল করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন