সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দিনক্ষণ মেনে এসএসসির নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। এবার সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হল হাই কোর্টে। এসএসসি ২০১৬-এর নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, ২০১৬ নিয়ম অনুযায়ী পদক্ষেপ নিক সরকার। বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশের দাবি সুপ্রিম নির্দেশ মানছে না সরকার। তাই নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণীর এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল চেয়ে মামলার অনুমতি চাওয়া হয়। বঞ্চিত চাকরিপ্রার্থীদের মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের। বঞ্চিত চাকরিপ্রার্থীরা নম্বর বিভাজন এবং শূন্যপদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিজ্ঞতার উপর এবারের এসএসসিতে ১০ নম্বর, যাতে এগিয়ে থাকবেন চাকরিহারারা, তাঁরা ২০১৬ সালের নিয়মের ভিত্তিতেই পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। ৫ মে শুনানির সম্ভাবনা ওই মামলার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন