ডিএ দেওয়া নিয়ে ফের বিতর্ক। এবারও ডিএ দিল না রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও দেওয়া হল না মহার্ঘ ভাতা। আজ, ২৭ মে শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হল। কিন্তু ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়া যে সম্ভব নয়, তা কার্যত আদালতে জানিয়ে দিল রাজ্য। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে ফের নতুন আবেদন জানানো হল রাজ্য সরকারের তরফে। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের আন্দোলন দীর্ঘদিনের। শেষ পর্যন্ত আদালত ৬ সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল। রাজ্যের আর কোনও যুক্তি না শুনেই, শীর্ষ আদালত স্পষ্ট বলেছিল, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে। আশা দেখেছিলেন রাজ্যের সরকারি কর্মীরা। কিন্তু শেষ পর্যন্ত টিকল না সেই আশাও। আজ, ২৭ জুন, শুক্রবার বকেয়া ডিএ-র জন্য নির্ধারিত সময়সীমা শেষ হল। এদিনই আরও ছ'মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাল রাজ্য সরকার। রাজ্যের যুক্তি, বকেয়া ডিএ দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, চলতি অর্থবর্ষে সেই অর্থ বাজেটে বরাদ্দ করা হয়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন