তিনিই যে ভারতের বোলিং স্তম্ভ, তা আরও একবার প্রমাণ করলেন। হেডিংলিতে একাই কুম্ভ হয়ে বোলিংয়ে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে দখল করলেন ৫ উইকেট। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষে জশপ্রীত বুমরাহর বোলিং পরিসংখ্যান ২৪.৪ ওভারে ৮৩ রানে ৫ উইকেট। পাঁচ ইংরেজ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে একজোড়া নজিরও গড়ে ফেললেন তিনি। এই নিয়ে ১৪ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর মধ্যে ১২টিই দেশের বাইরে। যার ফলে তিনি স্পর্শ করলেন পূর্বজ কপিল দেবকে। টেস্টে বিদেশের মাটিতে ১২ বার এক ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি পেয়েছেন কপিলও। সব মিলিয়ে টেস্ট কেরিয়ারে এক ইনিংসে তিনি পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেছেন ২৩ বার। সুতরাং, বিদেশের মাটিতে এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় কপিল এবং বুমরাহ এখন যুগ্মভাবে শীর্ষে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন