রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। এই যৌথ প্রভাবের কারণেই এই বৃষ্টি। বায়ুমণ্ডলের উপরিভাগে বাতাসের অনুকুল পরিস্থিতি রয়েছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে রাজ্যে। আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আজ, সোমবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৮ তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত বৃষ্টিপাত রাজ্যে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা। দক্ষিণের পাশাপাশি উত্তরেও আজ ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ারে কমলা সতর্কতা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন