শতাব্দী প্রাচীন খিদিরপুর বাজারে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রবিবার রাতে। ভস্মীভূত হয় ১৩০০ টির মতো দোকান। সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তবে এদিন খিদিরপুর বাজার নিয়ে সতর্কবার্তা দিয়েছে রাজ্যের বাম-কংগ্রেস নেতৃত্ব।
স্থানীয়দের সজাগ থাকার আহ্বান জানিয়ে দুই দলের বক্তব্য, খিদিরপুর বাজার যাতে জমি হাঙরদের কাছে না যায় তা নিশ্চিত করার জন্য এলাকার মানুষকে সবসময় সচেতন করতে হবে। এদিন সন্ধেয় ঘটনাস্থলে যান সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর আগে ওই এলাকায় পৌঁছন বর্ষীয়ান কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার। তিনি আরও বলেন, "আগুন লাগার পরে পুলিশ এবং দমকল সঠিক সময়ে ঘটনাস্থলে আসেনি। এখান-ওখান থেকে তাঁদের সরিয়ে দিয়ে কমার্শিয়ালি বিক্রি করার চেষ্টা চলছে। সেটাকে আটকাতে হবে। তিনটি জেলার মানুষ ওখানে ব্যবসা করেন। সেই ঐতিহ্য ধরে রাখতে হবে। টালি নালার জমি যেমন মুখ্যমন্ত্রীর পরিবার দখল করে রেখেছে সেরকম এটাও চাইছে। তাই আটকাতে হবে।"
সেলিমের আরও আভিযোগ, "চরের জমি থেকে চা-বাগান, সর্বত্র জমি লুট হয়েছে তৃণমূল সরকারের আমলে"।বস্তি, ঝুপড়ি বা বাজারে আগুন লাগলে জমি খালি হচ্ছে। সে কারণে বাজারে আগুন লাগলে জমি বেদখল হওয়ার সন্দেহ দানা বাঁধছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন