আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এয়ার ইন্ডিয়ার অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সুমিত সবরওয়াল (৫৬)। মঙ্গলবার তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন শোকস্তব্ধ বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা। সুমিত বাবাকে কিছুদিন আগেই জানিয়েছিলেন যে শুধুমাত্র তাঁর দেখাশোনা ও এক সঙ্গে সময় কাটানোর জন্য চাকরি ছেড়ে দেবেন খুব শীঘ্রই। কিন্তু সেটা আর হল না। মঙ্গলবার নিজের ছেলের শেষকৃত্যের জন্য আসতে হল বাবাকে।
আহমেদাবাদে ভেঙে পড়া বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। দু-জনের মিলিত উড়ান অভিজ্ঞতা ছিল ৯,৩০০ ঘণ্টারও বেশি। যেখানে ক্যাপ্টেন সুমিতের একারই, প্রায় ৮২০০ ঘণ্টা। এত অভিজ্ঞ হাতে বিমানের রাশ থাকা সত্ত্বেও আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার AI-171 অভিশপ্ত বিমান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন