ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ। আটকানো হয় কনভয়ও। এর পাশাপাশি, তাঁকে লক্ষ্য করে চপ্পল ছোড়া হয় বলেও অভিযোগ। সেই সঙ্গে, অশ্লীল ভাষায় গালিগালাজও দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে কলকাতা ফিরেই আক্রান্তদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি। রাজভবন থেকে বেরিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সুকান্ত। তাঁর অভিযোগ, এই লোকসভা কেন্দ্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গণতন্ত্রকে প্রতিমুহূর্তে ধ্বংস করছে। ধারাবাহিক কিছু ঘটনার উদাহরণ টেনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি দেশের বাইরে কি না, সেই প্রশ্নও তোলেন মোদি মন্ত্রিসভার এই সদস্য। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রীর যদি নিরাপত্তা না-থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে থাকবে ? সেই সঙ্গে তিনি বলেন, "গোটা ঘটনার বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানিয়েছি। তিনি এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন