গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি প্রায় গোটা রাজ্য জুড়ে। কখনও জোরে, তো কখনও হালকা। এই আবহাওয়া আপাতত জারি থাকবে। দক্ষিণবঙ্গে বর্ষা নেমেছে পুরো জাঁকিয়ে।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবারও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি আপাতত চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস জানিয়েছে, অন্তত ২৫ জুন অবধি কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। তার মধ্যে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন