অনুব্রত মণ্ডল নিয়ে যে বিতর্ক গত কয়েকদিন ধরে শুরু হয়েছে, তা নিয়ে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস ও পুলিশকে একসাথে আক্রমণের রাস্তায় হাঁটলেন পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে তিনি দাবি করলেন, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার সাহস নেই পুলিশের।
উল্লেখ্য, গত সপ্তাহে অনুব্রত মণ্ডলের একটি ফোন কল প্রকাশ্যে আসে। সেখানে বীরভূমের এই তৃণমূল নেতাকে বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে অশ্লীল শব্দ প্রয়োগ করে কথা বলতে শোনা যায়। এমনকী, ওই আধিকারিকের স্ত্রী ও মাকে নিয়ে অশালীন কথা বলতেও শোনা যায়।
এই নিয়ে বিতর্ক শুরু হয় গোটা রাজনৈতিক মহলে। এর পর তৃণমূল কংগ্রেস অনুব্রতকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়। চারঘণ্টা সময় দেওয়া হয় অনুব্রতকে। তবে দলের নির্দেশ মেনে তৃণমূলের এই নেতা সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়ে নেন। কিন্তু গত শুক্রবার পুলিশের তরফে তাঁকে থানায় হাজিরার নোটিশ দেওয়া হয়। শনিবারও নোটিশ দেওয়া হয় তাঁকে। যপদিও এখনও পর্যন্ত তিনি হাজিরা দেননি। উলটে আইনজীবী মারফত অসুস্থতার কথা তিনি জানিয়েদেন পুলিশকে।
এই নিয়েই এদিন প্রশ্ন করা হয় কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদারকে। উত্তরে তিনি বলেন, "পুলিশ গ্রেফতার করতে না চাইলে আপনি কীভাবে গ্রেফতার করবেন। হাজিরার সঙ্গে কী সম্পর্ক ? বাড়ি থেকে তো তুলে আনতে পারে। আনছে না কেন ? পুলিশ গ্রেফতার করবে না। পুলিশের সেই সাহস নেই।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন