ভ্যাপসা গরম এবং বিক্ষিপ্ত বৃষ্টি আগামী কয়েক দিন প্রায় হাত ধরেই চলবে গোটা দক্ষিণবঙ্গে। এই খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের প্রভাবে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণেক কয়েকটি জেলায়। এই বৃষ্টিতে গরম কমবে না। উল্টে বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। গরমে সাধারণ মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। উত্তরের প্রায় সব জেলাতেই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে ঝড়বৃষ্টি। আবার শুষ্ক পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। মঙ্গলবার ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতা-সহ দক্ষিণের বেশ কয়েক জেলায়। অস্বস্তি বৃদ্ধি করেছে আর্দ্রতা। বুধবারও কলকাতা-সহ দক্ষিণের কিছু জেলায় এই অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে থাকবে অস্বস্তিকর গরম। তবে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও জেলার সব জায়গায় বৃষ্টি হবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন